সবার আগে রাশিয়া যাচ্ছে ইরান

  24-04-2018 03:47AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে সবার আগে রাশিয়া পৌঁছাবে ইরান। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ভিতালি মুতকো সোমবার মিডিয়াকে এ কথা জানান। সোমবার অতিথি দলগুলো আগমন এবং তাদের স্বাগত জানানোর বিষয়টি নিয়ে এক সভা হয়েছে মস্কোয়। দলগুলোর রাশিয়া পৌঁছানোর সূচি দেখে আয়োজকদের পক্ষ থেকে ইরানের প্রথম বিশ্বকাপের দেশে পা রাখার খবরটি জানিয়েছে।

ইরান ৫ জুন রাশিয়া পৌঁছাবে। তারা মস্কোর বাইরে বাকোভকা নামক স্থানে অনুশীলন করবে। তবে বিশ্বকাপের সময় ইরান সাধারণত অনুশীলন করবে মস্কোর লোকোমোতিভে। ইরান বিশ্বকাপে খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ তাদের বাকি তিন প্রতিপক্ষ মরোক্কো, স্পেন ও পর্তুগাল।

১৫ জুন সেন্ট পিটার্সবার্গে মরোক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এশিয়ার দেশটির দ্বিতীয় ম্যাচ ২০ জুন স্পেনের বিরুদ্ধে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৫ জুন পর্তুগালের বিরুদ্ধে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন