বিশ্বকাপ : ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

  25-04-2018 11:52AM



পিএনএস ডেস্ক: আগামী বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাচটি প্রথমে ২ জুন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৫ জুন করতে হচ্ছে আইসিসিকে। কারণ, লোধা কমিটির প্রস্তাবে বলা হয়েছিল আইপিএলের সাথে আন্তর্জাতিক ম্যাচের ফারাক কমপক্ষে ১৫ দিন রাখতে হবে।

২০১৯ বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। ৩০ মে থেকে ১৪ জুলাই প্রতিযোগিতা চলবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২০১৯ আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। ১৫ দিনের বিরতির পর বিশ্বকাপে অংশ নিতে পারবে ভারতীয় দল। যদিও বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৩০ মে। যেহেতু ১৫ দিনের বিরতি রাখতে হবে, তাই ভারতীয় দল ৪ জুনের আগে বিশ্বকাপে অংশ নিতে পারবে না। আগে বলা হয়েছিল ২ জুন ভারত প্রথম ম্যাচ খেলবে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, ওই তারিখে খেলা সম্ভব হবে না। আমাদের প্রস্তাব ছিল ৪ জুন। সিইসি সেই প্রস্তাব মেনে নিয়েছে। তারা আইসিসি’কে জানিয়েও দিয়েছে। আমরা প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলব।’

অতীতে দেখা গেছে আইসিসি’র অধিকাংশ টুর্নামেন্ট শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। কারণ এই ম্যাচে দর্শকদের আগ্রহ থাকে বেশি। ২০১৫ বিশ্বকাপ শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই সূচি ছিল। ২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৬ জুন।

বোর্ডের ওই কর্মকর্তা জানান, ‘এই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে না। ১৯৯২ সালের ফরম্যাটে এবার বিশ্বকাপ হবে। ১০টি দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে।’

বোর্ডের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ‘২০১৯-২৩ এই পাঁচ বছরে ভারতীয় দলের ফিউচার ট্যুর প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। টিম ইন্ডিয়া পাঁচ বছরে মোট ৩০৯ দিন খেলবে। গতবারের তুলনায় ৯২ দিন কমানো হয়েছে। তবে হোম সিরিজে টেস্ট ম্যাচের সংখ্যা বাড়িয়ে ১৫ থেকে ১৯টি করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সংখ্যাটা বেড়েছে।’

আসন্ন মৌসুমে ভারত কোনো দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে না বলে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন