পাক এই সুন্দরীর মন জিতে নিল আইপিএলের কোন খেলোয়াড়?

  10-05-2018 11:51AM

পিএনএস ডেস্ক : ব্যাটে পাক সুন্দরীর মন জিতে নিলেন লোকেশ রাহুল৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রীতি জিন্টার কিংস ইলেভেনকে জেতাতে না-পারলেও ‘একাকী যোদ্ধা’র মতো তাঁর লড়াই মন কেড়েছে বিদেশ ভুঁইয়ের ক্রিকেটপ্রেমীদের৷ রয়্যালসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে রাহুলের ব্যাটিংয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন সুন্দরী পাক সাংবাদিক ৷

মঙ্গলবার জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৮ রান তাড়া করেও ম্যাচ হারে কিংস ইলেভেন পাঞ্জাব৷ রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় কিংসের ইনিংস৷ একা কুম্ভের মতো লড়াই করেও দলকে জেতাতে পারেননি রাহুল৷ কারণ তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না৷ ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থাকেন প্রীতির দলে এই তারকা ব্যাটসম্যান৷ ৭০ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি এবং দু’টি ওভার বাউন্ডারি মারেন রাহুল৷ দলকে জেতাতে না-পারলেও তাঁর লড়ুাকু ইনিংস প্রশংসা আদায় করে নেন প্রতিপক্ষ ক্রিকেটারদেরও৷
কিংস ইলেভেনের বিরুদ্ধে ‘ব্যাক টু ব্যাক’ ম্যাচে দারুণ ইনিংস খেলে অনেকের মন জয় করে নেন রাহুল৷ রবিবার ইন্দোরে আগের ম্যাচেই রয়্যালসের বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিংস ওপেনার৷ ইন্দোরে রাহুলের এই ইনিংসের পর পাক স্পোর্টস অ্যাঙ্কার জাইনাব আব্বাস টুইটারে লেখেন, ‘কেএল রাহুল ইমপ্রেসিভ! সুপার টাইমিং, গ্রেট টু ওয়াচ..৷

ইন্দোরে ৮৪ ও জয়পুরে ৯২ রানের ইনিংসের ফলে অম্বাতি রায়ডুকে টপকে ‘ওরেঞ্জ ক্যাপ’ মাথায় তোলেন প্রীতির দলের এই ব্যাটসম্যান৷ ১০ ম্যাচে ৪৭১ রান করে তিনিই এখন সবার উপরে৷ একাদশ আইপিএলের শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল৷ ৮ এপ্রিল মোহালিতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১৪ বল হাফ-সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন কিংসের এই তারকা ব্যাটসম্যান৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন