না খেলেই রেকর্ড গড়লো আয়ারল্যান্ড!

  13-05-2018 05:27PM

পিএনএস ডেস্ক:অভিষেক টেস্টেই রেকর্ডের পাতায় নাম উঠলো আয়ারল্যান্ডের। গতকালই টেস্ট আঙ্গিনায় পা রাখার কথা ছিল আইরিশদের। কিন্তু বৃষ্টি বাঁধায় অভিষেক টেস্টের খেলা পরিত্যক্ত হয়েছে। এমনকি টস পর্যন্ত করতে পারেননি দুই অধিনায়ক।

টস না হওয়ায় ম্যাচটি রূপ নিয়েছে চার দিনের টেস্টে। টেস্ট পরিবারের একাদশ সদস্য হতে এতদিন যারা অপেক্ষা করতে পেরেছে, অপেক্ষার প্রহর একটু দীর্ঘায়িত হলে তাদের এমন কিছু ক্ষতি বৃদ্ধি হবে না। না খেলেই অবশ্য ইতিহাস গড়ে ফেলেছে আইরিশরা। এর আগে আর কোনো দেশের অভিষেক টেস্টের প্রথমদিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়নি।

তবে আজ বৃষ্টি বাঁধায় পড়তে হয়নি আইরিশদের। ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটের একাদশ দেশ হিসেবে আত্মপ্রকাশ হলো আইরিশদের। ইতোমধ্যে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে আয়ারল্যান্ড।

এম্যাচে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে টস করতে নেমে যেমন নিজ দেশের ইতিহাস হয়ে রইলেন উইলিয়াম পোর্টারফিল্ড। প্রথম বলটি করেছেন টিম মুরটাগ।

পিএনএস/আল-আমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন