পঞ্চমবারের মত ‘গোল্ডেন সু’ জিতলেন মেসি

  21-05-2018 05:48PM

পিএনএস ডেস্ক:চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাপিয়ে পঞ্চমবার গোল্ডেন সু পুরস্কার জিতলেন লিও মেসি৷ ইউরোপের সবকটি লিগে ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে এই খেতাব জিতলেন বার্সার তারকা ফরোয়ার্ড৷

এই মৌসুমের লা লিগায় মোট ৩৪টি গোল করেছেন মেসি৷এই নিয়ে টানা দুবার এবং মোট পাঁচবার এই গোল্ডেন সু নিজের ওয়ার্ডরোবে ভরলেন ফুটবলের বর্তমান রাজপুত্র৷ ২০১৭-১৮ এবং ২০১৬-১৭ মৌসুম ছাড়াও যথাক্রমে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন ৷ পাঁচবারই বার্সার হয়ে গোল্ডেন সু জিতলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পর্তুগাল ফরোয়ার্ড রোনাল্ডো মোট চারবার এই খেতাব জিতেছেন৷ একটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এবং বাকি তিনটি রিয়ালের হয়ে৷এই মৌসুমের লা লিগায় ২৬টি গোল করে মেসির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো৷

ইউরোপের সেরা পাঁচ লিগের প্রতিটি গোলের পয়েন্ট দু’ই সেই হিসেবে ৪৩ গোল করে মোট ৬৮ পয়েন্ট পেয়ে খেতাব জেতেন মেসি৷ গোল্ডেন সুয়ের দৌড়ে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরার মহম্মদ সালাহ৷লিভারপুলের মিশরিয় ফরোয়ার্ডের মোট ৩২টি গোল করেছেন৷ গোল্ডেন সু ছাড়াও মার্সা সংবাদপত্রের পক্ষ থেকে লা লিগার সেরা গোলস্কোরার হিসেবে পিচিচি ট্রফিও জিতলেন মেসি৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন