লর্ডস টেস্টে শক্ত অবস্থানে সফরকারী পাকিস্তান

  27-05-2018 12:14PM

পিএনএস ডেস্ক: লর্ডস টেস্টে বেশ ভালো অবস্থানেই রয়েছে সফরকারী পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৮৪ রানের জবাবে ৯ উইকেটে ৩৬৩ রান তুলে ১৭৯ রানের লিড পায় সরফরাজ বাহিনী।

১৭৯ রানে পিছিয়ে থেকে শনিবার (২৬ মে) টেস্টের তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। তবে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ১ রানে প্রথম উইকেট এবং ৩১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

আগের ম্যাচে দলের পক্ষে একমাত্র ফিফটি করা কুক এদিন আব্বাসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাত্র ১ রানে সাজঘরে ফিরে যান। এরপর ব্যক্তিগত ৯ রানে সাদাব খানের বলে বোল্ড হন স্টোনম্যান।

শেষপর্যন্ত দিনশেষে ৬ উইকেটে ২৩৫ রান তুলেছে স্বাগতিকরা। অর্থ্যাৎ ৫৬ রানের লিড নিয়েছে তারা।

বাটলার ৬৬ ও বেস ৫৫ রানে ক্রিজে রয়েছেন। বল হাতে মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও সাদাব খান ২টি করে উইকেট নিয়েছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন