বিশ্বকাপে আর্জেন্টিনায় মেসি-হিগুয়াইনদের জার্সি নাম্বার দেখে নিন

  27-05-2018 02:35PM

পিএনএস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। প্রায় সব দলই তাদের ২৩ সদস্যের পূর্ণ দল ঘোষণা করেছে। আর্জেন্টিনাও এর ব্যাতিক্রম নয়। কিছু দিন আগেই অনেকটা চমক দিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি।

শুধু আর্জেন্টিনা দল নয়, দলের জার্সি নিয়েও হয়েছে নানা আলোচনা। আর্জেন্টিনা গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ফাইনালে মাঠে নেমেছিল নীল জার্সিতে। কিন্তু ইতিহাস বদলে দিয়ে এবার বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচে মেসিদের দেখা যাবে কালো জার্সিতে। জার্সিগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অ্যাডিডাস। এই নতুন জার্সি আলবেলেস্তাওরা উন্মোচন করেছিল গত মার্চে। তবে নতুন বিশ্বকাপ জার্সি উন্মোচন করলেও প্লেয়াররা কে কত নাম্বার জার্সি পরে খেলবে তা প্রকাশ করেনি।

গতকাল রাশিয়া বিশ্বকাপে কে কত নাম্বার জার্সি পরে খেলবেন তা প্রকাশ করেছে আর্জেন্টিনা। মেসিদের গায়ে এই জার্সি নাম্বারেই দেখা যাবে সামনের প্রীতি ম্যাচসহ বিশ্বকাপে।

আসুন দেখে নেই আর্জেন্টিনার খেলোয়াড়রা কে কত নাম্বার জার্সি পরে খেলবেন...



গোলরক্ষক: নেহুয়েল গুজমান (১), ফ্রাঙ্কো আরমানি (১২), উইলি কাবায়েরো (২৩)।

রক্ষণভাগ: গ্যাব্রিয়েল মারকাদো (২), ফেডেরিকো ফ্যাজিও (৬), নিকোলাস ওতামেন্ডি (১৭), ক্রিস্টিয়ান আনসালদি (৪), নিকোলাস ত্যাগলিয়াফিকো (৩), মার্কোস রোহো (১৬)।

মধ্যভাগ: এভার বানেগা (৭), জাভিয়ার মাসচেরানো (১৪), এডুয়ার্ডো সালভিও (১৮), লুকাস বিলিয়া (৫), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), জিওভানি লো সেলসো (২০), ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সিমিলিয়ানো মেজা (১৩), মার্কোস অ্যাকুনা (৮)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (১০), ক্রিস্টিয়ান পাভোন (২২), পাওলো দিবালা (২১), সার্জিয়ো আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়েইন (৯)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন