ওয়ানডেতে ৪৯০ রানের বিশ্বরেকর্ড!

  09-06-2018 08:37PM

পিএনএস ডেস্ক : ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ল নিউ জিল্যান্ড। না, নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেট দল নয়; এই ইতিহাস গড়েছে মেয়েরা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান এখন কিউইদের দখলে। ছেলেদের ছাপিয়ে কিউই কন্যাদের সংগ্রহ ৪৯০ রান।ছেলেদের অনেক আগেই ওয়ানডে ক্রিকেটে ৪০০ রানের ইনিংস উপহার দিয়েছিল মেয়েরা। নিউ জিল্যান্ডের মেয়েরাই গড়েছিল সেই রেকর্ড রান। নিজেদের সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন কিউই কন্যারা।

ডাবলিনে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৪৯০ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছে নিউ জিল্যান্ড। ১৯৯৭ সালে জানুয়ারি মাসে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৫৫ রান তুলেছিল কিউইরা। ২১ বছর পর নিজেদের সেই রেকর্ড নিজেরাই ভেঙে দিল তারা। ছেলেদের ওয়ানডেতে এখনও দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান তুলেছিল ইংলিশরা।

১১৩ বলে ১৭২ রানের ওপেনিং পার্টনারশিপ সুজি বেটস ও জেস ওয়াটকিনের। ৫৯ বলে ৬২ রান করে আউট হন ওয়াটকিন। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক সুজি বেটস আর ম্যাডি গ্রিনের ১১৬ রানের জুটি। সেঞ্চুরি করেছেন দুজনেই। অধিনায়ক বেটস করেন ৯৪ বলে ১৫১ রান। গ্রিন ৭৭ বলে ১২১ রান করেন।শেষ দিকে অলরাউন্ডার অ্যামেলিয়া কার ৪৫ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে রেকর্ডের দিকে নিয়ে যান।

শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড ১১০ রান তুলে ফেলে। যদিও ৪৯ তম ওভারে আসে মাত্র ৪ রান। তাই অল্পের জন্য হয়তো ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ রান হল না। পাহাড়সম টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রবল চাপ নিতে পারেনি আইরিশ মেয়েরা। ৩৫.৩ ওভারে মাত্র ১৪৪ রানে শেষ হয়ে যা তাদের ইনিংস। ৩৪৬ রানে ম্যাচ জিতে নেয় বেটস-গ্রিনরা। মেয়েদের এই অর্জনে আইসিসিসহ বিশ্বের ক্রিকেট লিজেন্ডরা অভিনন্দন জানাচ্ছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন