ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল স্কটল্যান্ড

  11-06-2018 06:25PM

পিএনএস ডেস্ক : ক্রিকেটে অঘটন অনেক হয়েছে। কিন্তু রবিবার যে অঘটনটা ঘটেছে, সেটা অতীতের সব অঘটনকে ছাড়িয়েছে। কারণ একদিনের ক্রিকেটে এক নম্বর দলকে হারিয়ে দিয়েছে ১১তম দল।

সাধারণত দুর্বল দলরা বোলিং-এর মধ্যে দিয়েই শক্তিশালী দলকে হারায়। কিন্তু রবিবার স্কটল্যান্ড তাদের ব্যাটিং-এর শক্তিতে হারিয়েছে ইংল্যান্ডকে।

এডিনবার্গের মাঠে রবিবার প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১-এর বিশাল স্কোর খাড়া করে স্কটল্যান্ড। ৯৪ বলে অপরাজিত ১৪০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কালুম ম্যাকলিওড। ইংল্যান্ডের বোলাররা তার ব্যাটিং বিক্রমের সামনে ফিকে হয়ে যান। এত স্কোর তাড়া করে জেতা কার্যত অসম্ভব। তবুও ইংল্যান্ড চেষ্টা করেছিল। তাই তো স্কটল্যান্ডের জয় ব্যবধান ছ'রান। অবশ্য পুরো ৫০ ওভার খেললে ইংল্যান্ড নাও হারতে পারত। কারণ ৪৯ তম ওভারের পঞ্চম বলেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংসে।

ইংল্যান্ডে হয়ে সর্বোচ্চ রান করেন জনি বেয়ারস্টো। ৫৯ বলে ১০৫ করেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন