উরুগুয়ে-মিশরের ম্যাচ: আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলেছে

  15-06-2018 07:45PM

পিএনএস : উরুগুয়ে ও মিশরের মধ্যকার ম্যাচটি গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও এখন পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। বারবার গোলমুখে আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দুই দলের কোনো খেলোয়াড়।

উরুগুয়ের লুইস সুয়ারেজ সহজ সুযোগ নষ্ট করায় হতাশা নেমে আসে অস্কার তাবারেজের মুখজুড়ে। অন্যদিকে নিজেদের রক্ষণ সামলে আক্রমণে উঠেছেন মিশরের মারওয়ান মোহসেন, ত্রিজেগুয়েতরা। প্রথমার্ধে এভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নির্ধারিত ৪৫ মিনিট শেষে ০-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়েছে সুয়ারেজ-কাভানিরা। পাল্টা আক্রমণে আবার ভয় ধরানোর চেষ্টা করছে মিশরও। এর মধ্যে ৭২ মিনিটে সহজ একটা গোলের সুযোগ নষ্ট করে আরও একবার উরুগুইয়ান দর্শকদের হতাশ করেন সুয়ারেজ।

এদিকে, কাঁধের চোট থেকে সেরে উঠেছেন সালাহ এমন কথা কোচ কুপার বিশ্বকাপ শুরুর একদিন আগেই জানালেও সেরা তারকা ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আফ্রিকার দলটি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন