জয় পেল সেনেগাল

  20-06-2018 12:11AM

পিএনএস ডেস্ক :ম্যাচের প্রথমার্ধে পোল্যান্ডের রক্ষণভাগ কাঁপিয়ে ১-০ গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশ সেনেগাল। দ্বিতীয়ার্ধে আবার গোল করে নিজেদের অবস্থান শক্ত করে দলটি।

তবে ম্যাচের শেষ পর্যায়ে এসে পোল্যান্ড গোল করে বসে। পরে আর কোনো দলই গোল দিতে পারেনি। ফলে জয় নিয়েই মাঠ ছেড়ে যায় সেনেগালের খেলোয়াড়রা।

১৬ বছর আগে খেলতে এসে হইচই ফেলে দিয়েছিল সেনেগাল। ১৬ বছর পর তারা আবার বিশ্বকাপ ফুটবল খেলছে। সে কারণে অনেকেই তাদের সমর্থন দিয়েছে। সমর্থকদের হতাশ করেননি দলটির খেলোয়াড়রাও।

২০০২ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল দলটি। সেই দলের সদস্য ছিলেন সিসে। দীর্ঘ ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে অনুপস্থিত থাকার পর আবারো খেলতে পোল্যান্ডকে হারিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল সিসের শিষ্যরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন