শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে গেল পর্তুগাল

  20-06-2018 06:35PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের প্রথ ম্যাচেই স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেটা ছিল তার ফুটবল কেরিয়ারের ৫১তম হ্যাটট্রিক।

বুধবার দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাত্র ৪ মিনিটে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন পর্তুগালের এই তারকা ফুটবলার। শুরুতে গোল খেয়ে পিছেয়ে যাওয়া মরক্কো গোল পরিশোধে মরিয়া হয়ে খেলছে।

পর্তুগাল এবং মরক্কো এই দুই দল বুধবার রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। বিশ্বকাপে এই দুই দল এর আগে মাত্র একবার ১৯৮৬ সালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মরক্কো ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগালকে।

তবে সেই দিন এখন আর নেই। দিন এখন বদলেছে। বদলেছে পর্তুগালও। তাদের দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন মহাতারকা আছেন। যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

রোনাল্ডো হলেন চতুর্থ ফুটবলার, যিনি চারটি বিশ্বকাপে গোল করেছেন। মরক্কো ম্যাচে খেলতে নামার আগে রোনাল্ডো বলেছেন, খুব ভাল লাগছে। নিজের নামের পাশে আর একটা রেকর্ড যুক্ত হল। তবে আমার কাছে সব থেকে বড় ব্যাপার হল এই যে, আমরা ফেভারিট দলগুলির বিরুদ্ধে কেমন খেলছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন