আর্জেন্টিনা কোচের গোপন রণনীতি ফাঁস

  24-06-2018 06:25PM

পিএনএস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড এখন আর মেসিদের হাতে। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে জিততে তো হবে, একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। কিন্তু ম্যাচ জেতার পরই তো সেই হিসাব। আর এক্ষেত্রে আবারও একটা ধাক্কা খেল আর্জেন্টিনা। নাইজিরিয়ার বিরুদ্ধে ম্যাচের তিনদিন আগে অনুশীলনের ফাঁকেই যে ফাঁস হয়ে গেল কোচ হোর্হে সাম্পাওলির রণনীতি!

গতকাল শনিবার মস্কোর কাছে ব্রোনিৎসি ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করেন মেসিরা। এ সময় সাম্পাওলি নোটবুকে লিখে রাখছিলেন নাইজিরিয়ার বিরুদ্ধে কী ছকে তিনি দলকে খেলাতে চান। কে কোথায় খেলবেন। কার কার কী দায়িত্ব। কিন্তু তাঁর সেই পরিকল্পনা আর গোপন থাকল না। কারণ সাংবাদিকরা তার সেই নোটবুকের পাতার ছবি তুলে নেন।

এর আগে, শুক্রবার একইভাবে ফাঁস হয়ে গিয়েছিল পানামার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম দল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফাঁস হয়ে গেল সাম্পাওলির পরিকল্পনা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন