কাতার বিশ্বকাপেই ৪৮ দল!

  14-07-2018 07:31AM



পিএনএস ডেস্ক: এখন পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে ২০২২ সাল হবে ৩২ দলের শেষ বিশ্বকাপ। ২০২৬ সালের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ওই আসর থেকে ৩২ দলের বদলে ৪৮ দল বিশ্বকাপে অংশ নিবে। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিলেন, কাতার বিশ্বকাপেই ৪৮ দল অংশ নিতে পারে।

শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমরা কাতারের সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করব। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত তা কাতার বিশ্বকাপে ৩২ দল খেলবে। কোন অঞ্চল থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সে বিষয়ে আগের নিয়মই বহাল থাকবে।’

ফিফা বিশ্বকাপ সাধারণত জুন-জুলাইয়ের দিকে তথা গ্রীষ্ম মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ১৯৩০ সাল থেকেই এমন নিয়ম মেনে আসছে ফিফা। কিন্তু ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে শীত মৌসুমে। কাতার বিশ্বকাপের জন্য সময়সীমা চূড়ান্ত করেছে ফিফা। ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।

জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘কাতার বিশ্বকাপের সময়সীমা নির্ধারণ হয়েছে। আসরটি ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। লিগের দলগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদেরকে সেভাবে সূচি ঠিক করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। জুলাইয়ের চেয়ে নভেম্বর-ডিসেম্বরে খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত থাকবে। বলতে গেলে এটাই মৌসুমের শুরুর সময়।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন