দেখে নিন বিশ্বকাপে কোন দল কত পেলো?

  16-07-2018 11:02AM

পিএনএস ডেস্ক: শেষ হলো জমজমাট ফুটবল বিশ্বকাপের লড়াই। বিশ্বকাপজয়ী দল শুধু একটা সোনার ট্রফিই নয়, সাথে পাচ্ছে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও। সব মিলিয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য।

ফাইনালে জয়ী ফ্রান্স ৬ কেজি ওজনের সোনার ট্রফি ছাড়াও পকেটে পুরবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩১৮ কোটি টাকা)।

রানার্সআপ দল ক্রোয়েশিয়ার পকেটে যাবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৩৪ কোটি টাকা)। ইংল্যান্ডকে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে বিজয়ী বেলজিয়াম পাবে ২৪ মিলিয়ন ডলার। চতুর্থ স্থান অর্জন করা দল ইংল্যান্ডের পাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার।

কোয়ার্টার ফাইনালিস্ট প্রতিটি দলের জন্যই থাকছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। শেষ ষোল থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৮ মিলিয়ন মার্কিন ডলার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলের জন্যই থাকছে ৮.৯৪ মিলিয়ন মার্কিন ডলার। আর ৩২ দলের প্রত্যেকে পাবে ১.৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

মোট প্রাইজমানির তালিকা (মার্কিন ডলারে)

কোয়ালিফাই করা ৩২ দল- ১.৫৯ মিলিয়ন ডলার

শেষ ষোল থেকে বাদ পড়া ৮ দল- ৮ মিলিয়ন ডলার

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দল- ১৬ মিলিয়ন ডলার

চতুর্থ স্থান অর্জনকারী দল- ২২ মিলিয়ন ডলার

তৃতীয় স্থানে থাকা দল- ২৪ মিলিয়ন ডলার

রানার্সআপ দল (ক্রোয়েশিয়া)- ২৮ মিলিয়ন ডলার

চ্যাম্পিয়ন দল (ফ্রান্স)- ৩৮ মিলিয়ন ডলার

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন