বিশ্বকাপের মেডেল চুরি! (ভিডিওসহ)

  18-07-2018 02:04AM

পিএনএস ডেস্ক :রাশিয়া বিশ্বকাপে এবার মেডেল চুরির ঘটনাও ঘটল। গত রবিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ফরাসিরা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মেডেল দেওয়া হয়। সে সময়ই মেডেল চুরির ঘটনা ঘটে।

ইতিমধ্যে মেডেল চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত এক নারী একটি মেডেল নিজের পকেটে লুকিয়ে রাখছেন।

ভিডিওতে আরো দেখা গেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পরিয়ে দেওয়া হয়। আন্তোনিও গ্রিজম্যানের পর ডাকা হয় দেশটির কোচ দিদিয়ের দেশমকে। গ্রিজম্যানকে মেডেল পরিয়ে দেন পুতিন। এরপরই সেই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ওই নারী মেডেলটি সকলের অগোচরে লুকিয়ে ফেলেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফানতিনো, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সেখানে তাদের পাশেই ছিলেন ওই নারী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন