‘টেস্ট খেলতে চান না সিনিয়র ক্রিকেটাররা’

  20-07-2018 09:44PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশে টেস্ট ম্যাচের জন্য আলাদা দল গঠন করতে হবে। সাকিব, মুস্তাফিজ ও রুবেলসহ টিমের অনেক সিনিয়র খেলোয়াড় টেস্ট খেলতে অনাগ্রাহী বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

স্থানীয় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ভৈরবে তার নিজ বাসভবনে এসব কথা জানান।

তিনি আরো বলেন, টেস্ট খেলাটা অনেক কঠিন। বাংলাদেশ দলের নিজ দেশের পিচে খেলার অভিজ্ঞতা বেশি। বাহিরে দেশের পিচে খেলা অনেক চ্যালেঞ্জ হয়ে পড়ে খেলোয়াড়দের। সাধারণত আমাদের দেশের পিচ আর বাহিরের দেশের পিচে পার্থক্য রয়েছে। তাই আমাদের স্টেডিয়ামে সে ধরণের পিচ তৈরি করে তাদের অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টা চালানো হবে বলে তিনি জানান।

শুক্রবার (২০ জুলাই) সকালে রাশিয়া সফর শেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার নিজ নির্বাচনী এলাকা ভৈরব সফরে আসেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন