মুস্তাফিজকে নিয়ে ভারতীয় মিডিয়াতে তোলপাড়!

  22-07-2018 02:16PM

পিএনএস ডেস্ক :নতুন মওশুমে আইপিএল মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা। তারকা ক্রিকেটার নিষিদ্ধ। বিখ্যাত তারকাকে আইপিএল এর মাঠে দেখা যাবে না। মুস্তাফিজুর রহমানকে নিয়ে কড়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এমন তথ্য পরিবেশন করে ভারতীয় মিডিয়াতে আইপিএল নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। ভারতীয় মিডিয়া প্রকাশ করেছে, বিসিবির পদক্ষেপের কারণে ক্ষতির মুখে পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স।

আগামী দু’ বছর বিদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধ করা হয়েছে বাংলাদেশের কাটার-মাস্টারকে। বিসিবির এমন ঘোষণার পর পরই ভারতীয় মিডিয়া এ নিয়ে রসালো সংবাদ পরিবেশ করছে। ভারতীয় আইপিএল দলের কি ক্ষতি হবে তার ফিরিস্তি তুলে ধরা হয়েছে বিভিন্ন মিডিয়াতে। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কি কি ক্ষতি হয়েছে তার কোন বর্ণনা নেই ভারতীয় মিডিয়াতে প্রচারিত সংবাদ গুলোতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নিষেধাজ্ঞার ফলে আইপিএল-এ অনিশ্চিত হয়ে পড়লেন ‘মিস্টার ফিজ’। আর তার ফলে ধাক্কা লাগতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন