বিপর্যয় কাটানোর চেষ্টায় তামিম-সাকিব

  05-08-2018 07:15AM

পিএনএস ডেস্ক: মার্কিন মুলুকে প্রথমবারেরমত টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে টস হেরেছেন বাংলাদেশ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়তে হলো বাংলাদেশকে। দ্রুত ৩ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। যদিও চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং তামিম ইকবাল মিলে সেই বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫। ৩৪ বলে ৪৮ রান নিয়ে তামিম ইকবাল এবং ২৩ বলে ৩৬ রান নিয়ে উইকেটে রয়েছেন সাকিব আল হাসান। দু’জনের ব্যাটে ৫৭ রানের জুটি গড়ে উঠেছে।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানের মাথায় উইকেট হারান ওপেনার লিটন দাস। ওয়ানডাউনে ব্যাট করতে নামেন মুশফিকুর রহীম। কিন্তু স্পিনার অ্যাশলে নার্সের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। আউট হয়ে যান ৪ রান করে।

চার নম্বরে ব্যাট করতে নামেন সৌম্য সরকার। ১৮ বল মোকাবেলা করে তিনি করেন মাত্র ১৪ রান। কিমো পলের বলে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে নেয়া হয়েছে পেসার আবু হায়দার রনিকে। অর্থ্যাৎ তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজ, রুবেলের সঙ্গে আজ রয়েছেন আবু হায়দার রনি। ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন