যে কারণে অবসরের কথা ভাবছেন হাফিজ

  07-08-2018 10:25PM

পিএনএস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( পিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায় অবনমন হওয়ায় দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছে বলে গুঞ্জন ছড়িয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমে খবর, দীর্ঘ দিন ধরে পিসিবির কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যটাগরিতে ছিলেন ৩৭ বছর বয়সী হাফিজ। তবে গতকাল ঘোষিত কেন্দ্রীয় চুক্তির পরিবর্তিত তালিকায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে হাফিজের। সেখানে শীর্ষ ৬ জনের তালিকায় হাফিজের জায়গায় উঠতি তারকা বাবর আজমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয়টি ভালভাবে নেননি হাফিজ। তার ঘনিষ্ট একটি সুত্র জানিয়েছে, এই ‘বৈষম্যমূলক আচরণের’ কারণে তিনি বেশ হতাশ এবং যে কারণে ‘তিনি খেলা অব্যাহত রাখতে নাও পারেন। এমনকি কেন্দ্রীয় চুক্তিতে হাফিজ স্বাক্ষর করবেন না।’

সম্ভবত ‘বৈষম্যমূলক’ আচরণের প্রমাণ হিসেবে সূত্রটি স্মরণ করিয়ে দেয় যে, গত মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে হাফিজকে বাদ দেন কোচ মিকি আর্থার। এরপর পঞ্চম ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় হাফিজ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন