হজে যাচ্ছেন সাকিব আল হাসান, তাই...

  11-08-2018 07:40PM

পিএনএস ডেস্ক : আগেই জানা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে সিপিএল খেলবেন না সাকিব আল হাসান। দেশে ফিরে এসে তিনি হজে যাবেন। এরপর সিরিজ শেষ করে নানা ব্যস্ততায় কয়েকটা দিন কেটে গেলো। আঙ্গুলে অস্ত্রোপচার করাবেন কি করাবেন না- সেটা নিয়ে কথা-বার্তা হলো।

সত্যি সত্যি হজে যাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। রোববার রাত সাড়ে ১১টায় সাকিব আল হাসানের হজ ফ্লাইট। তবে হজে যাওয়ার আগে আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব জানান, হজে যাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। একই সঙ্গে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সূত্র আরও জানায়, ‘সৌদি রাজ পরিবারের অতিথি হয়েই এবার হজে গমন করছেন সাকিব। তার সফরসঙ্গী হবেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা।’

হজে যাওয়া নিয়ে নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল - সাকিব।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন