ফেসবুকে যেভাবে দেখা যাবে লা লিগার ম্যাচ!

  14-08-2018 09:45PM

পিএনএস ডেস্ক :বাংলাদেশের দর্শকরা পরবর্তী তিন মৌসুম লা লিগার ম্যাচগুলো বিনামূল্যে ফেসবুকে দেখতে পারবেন। এ নিয়ে ফেসবুকের সঙ্গে একটি চুক্তি হয়েছে লা লিগার। ওই চুক্তি অনুযায়ী উপমহাদেশের দর্শকরা বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) এ নিয়ে একটি বিবৃতি প্রদান করেছে লা লিগা। বিবৃতি থেকে জানা যায়, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের দর্শকরা নতুন মৌসুমের ৩৮০টি ম্যাচ বিনামূল্যে দেখতে পারবে।

সনি পিকচার্সের বদলে লা লিগা প্রচারের দায়িত্ব পেল ফেসবুক। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত লা লিগা প্রচারের স্বত্বাধিকার কিনতে সনি পিকচার্স ব্যয় করেছিল ৩২ মিলিয়ন ডলার।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন