কেরিয়ারের শেষ টেস্টে কুকের সেঞ্চুরি

  10-09-2018 07:13PM

পিএনএস ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে ইংল্যান্ড। এই টেস্ট দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি টানছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেস্টার কুক। বিদায়ী টেস্টে তিনি করেছেন দারুণ এক সেঞ্চুরি। প্রথম ইনিংসে দলের প্রয়োজনে অর্ধ-শতকের এক ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহ এনে দেন তিনি। বিদায়ী ইনিংসে করলেন সেঞ্চুরি। অবসরের আগে বলেছিলেন, দলের জন্য আর কিছু দেওয়ার নেই তার। কিন্তু ব্যাট হাতে বুঝিয়ে দিলেন, ও স্রেফ মুখের কথা।

ভারত সিরিজের পর ইংল্যান্ড টেস্ট খেলতে মাঠে নামবে শ্রীলংকার বিপক্ষে। ইংলিশরা তখনই অ্যালিস্টার দলের জন্য কি ছিলেন তা বুঝতে পারবে বলে মনে করেন ইংল্যান্ডের সহকারী কোচ পাউল ফারবেস।

তিনি বলেন, 'আমার মনে হয়, এই ম্যাচ দিয়ে কুক সবকিছু বুঝিয়ে দিয়েছেন। মাঠে তিনি সঠিক বলের জন্য অপেক্ষা করেছেন। ভালো বল পেলেই সেটার যোগ্য শট খেলেছেন। তাকে দেখে আমার এ ম্যাচে খুব পরিকল্পিত মনে হয়েছে। এটা খুব সহজ কাজ ছিল না। কিন্তু তিনি দারুণ ঠান্ডা মাথায় খেলেছেন। আমার মতে, তিনি দারুণ উপভোগ করেছেন ম্যাচটি। তাই নয় কি? তার বিদায়ী ম্যাচ হলেও তিনি সবকিছু্র সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন। আমরা তার অভাব আমাদের সামনের ম্যাচে অনুভব করবো।'

কুক তার অবসরের মধ্যে দিয়ে তরুণদের দলে ঢুকার সুযোগ করে দিয়েছেন বলেও মনে করেন ফারবেস। তিনি বলেন, 'আমি যখন ইংল্যান্ডের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হলাম কুক তখন দলের অধিনায়ক। ২০১৪ সালের কথা। আমার দলের সঙ্গে কাজ করতে এবং অন্যান্য স্টাফদের সঙ্গে মানিয়ে নিতে দারুণ সহায়তা করেছিলেন। তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবেন না ভাবতেই কেমন শূন্য শূন্য লাগছে।'

ইংল্যান্ড দলে যেসব তরুণ চলতি বছরে দলে ঢুকেছে তারা কুকের এই জিনিসটা পেয়েছে বলেও মনে করেন ফারবেস। তিনি বলেন, 'কুক এমন একজন যার সঙ্গে যেকোন সময় যেকোন বিষয় নিয়ে কথা বলা যায়। আমি মনে করি যেসব খেলোয়াড় চলতি বছর ইংল্যান্ডের ড্রেসিং রুমে এসেছে তারা এই ব্যাপ্যারটা খুব ভালোভাবে বুঝেছে। তরুণ খেলোয়াড় হোক কিংবা সিনিয়র কুক সবাইকে সম্মান করেন। তার সঙ্গে কথা বলা সবাই খুব স্বাভাবিকভাবে নেয়।'

কুক ভারতের বিপক্ষে তার শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৯০ বলে ৭১ রান করেন। খেলেন আটটি চারের শট। এরপর দ্বিতীয় ইনিংসে সর্বশেষ খবর পর্যন্ত ১০৩ রানে অপরাজিত আছেন তিনি। বল খেলেছেন ২২২টি। চারের শট খেলেছেন আটটি। তার ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ড ২৮২ রানের লিড পেয়ে গেছে। স্বাগতিকদের হাতে এখনো আট উইকেট। তাই কুক এক প্রকার ভারতের হারের ঘন্টা বাজিয়ে দিয়েছেন বলা চলে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন