তিনদিন অপেক্ষার পর অবশেষে ভিসা পেলেন তামিম

  11-09-2018 11:10PM

পিএনএস ডেস্ক :তিনদিনের অপেক্ষার পর অবশেষে ভিসা পেলেন তামিম ইকবাল। মধ্যরাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ দলের এই ওপেনার।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিসা পান তামিম। তবে সেখানেও তার নাম নিয়ে সমস্যা থাকলেও পরে তার সমাধান হয়।

এ প্রসঙ্গে তামিম বলেন, সন্ধ্যা সাতটা নাগাদ ভিসা হাতে পেয়েছি। বোর্ড থেকে আগেই সম্ভাব্য ফ্লাইট ঠিক করা ছিল। ফ্লাইটের সময় মঙ্গলবার দিবাগত রাত একটায়। আমি আশা করছি, ওই ফ্লাইটেই দুবাই চলে যেতে পারব।

প্রসঙ্গত, বাংলাদেশ দলের সাবই নির্ধারিত সময়ে দুবাই গেলেও ভিসা জটিলতার কারণে তামিম ইকবাল আর রুবেল হোসেন দলের সঙ্গে যেতে পারেননি। সোমবার সন্ধ্যায় ভিসা পাওয়া রুবেল আজ সকালের ফ্লাইটে দুবাই চলে গেছেন। বাকি ছিলেন তামিম, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এদের মধ্যে আজ সন্ধ্যায় তামিম ভিসা পেলেও, ভিসা পাননি সুজন ও নান্নু।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন