পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

  12-09-2018 10:23PM

পিএনএস ডেস্ক : সাফ সুজুকি ২০১৮ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ৩-১ গোলে পাকিস্তানকে হারিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালের টিকিট কাটে দেশটি।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। বিরতি থেকে ফিরেই স্বরুপে ফিরেন বর্তমান চ্যাম্পিয়নরা।

ভারতের হয়ে দলের স্ট্রাইকার মানবীর সিং জোড়া গোলে করেন। এ ছাড়া বিনীত রাইর এক গোলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে সাফের ফাইনাল নিশ্চিত করে ভারত। পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন মোহসিন আলী। তিনি ম্যাচের শেষ দিকে গোল দিয়ে গোল ব্যবধান কমান।

এ টুর্নামেন্টে এক ম্যাচেও হারেনি ভারত। ফাইনাল পর্যন্ত অপরাজিতই আছে দেশটি। অন্যদিকে গ্রুপপর্বে বাংলাদেহসের বিপক্ষে হারার পরও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে আসে পাকিস্তান।

আগামী ১৫ সেপেটেম্বর সন্ধ্যা ৭টায় ভারত-মালদ্বীপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও বিটিভি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন