এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে : আশরাফুল

  13-09-2018 08:49AM

এনএস ডেস্ক : আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর গত তিন আসরে টুর্নামেন্টের ফাইনাল খেলা বাংলাদেশ এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

আত্মবিশ্বাসী মাশরাফি বাহিনীদের সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।

তার মতে, এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এজন্য দলটাকে খেলতে হবে ভয়হীন ক্রিকেট। ওয়ানডে ফরম্যাট বলেই আশাবাদী। এবার আমাদের সবার স্বপ্ন যে আমরা চ্যাম্পিয়ন হব। সেই জন্য ম্যাচ বাই ম্যাচ সবাই চেষ্টা করবে ভালো খেলার। সিনিয়ররা যদি ভালো ক্রিকেট খেলে আর জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে আমি মনে করি ভালো সম্ভাবনা আছে।’

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য গতকাল ফিটনেস টেস্ট দিয়েছেন আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে এনসিএল খেলবেন তিনি। ফিটনেসের কাজের পর মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে এসব কথা বলেন তিনি।

এদিকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত। তাই টুর্নামেন্টে পাকিস্তানকেই ফেবারিটের মর্যাদা দিচ্ছেন আশরাফুল। কারণ হোম ভেন্যু হিসেবে আমিরাতে খেলার অভিজ্ঞতা তাদেরই বেশি। তিনি বলেছেন, ‘যেহেতু আরব আমিরাতে খেলা, পাকিস্তানের হোম কন্ডিশন তাই পাকিস্তান এগিয়ে থাকবে। আর তারাও সম্প্র্রতি ভালো ক্রিকেট খেলে আসছে। অবশ্যই পাকিস্তান একটু এগিয়ে থাকবে। তারপরও ওয়ানডে ফরম্যাট, এখানে আমরাও চমত্কার খেলছি। আমার কাছে মনে হয় সবাই ১৯-২০ থাকবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন