হংকং এর কাছে টস হেরে ব্যাটিংয়ে ভারত

  18-09-2018 05:48PM

পিএনএস ডেস্ক : দুবাইয়ে চলতি এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত আর হংকং। ম্যাচে টস জিতেছেন হংকংয়ের অধিনায়ক অংশুমান রাথ। প্রথমে রোহিত শর্মার ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এবারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ এটি। হংকং প্রথম ম্যাচে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, যে ম্যাচটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে শুরু করেছে তারা। ফলে আজ হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে হংকংয়ের।

ইতোমধ্যেই 'বি' গ্রুপ থেকে বাংলাদেশ আর আফগানিস্তান সুপার ফোরে নাম লিখিয়েছে। আজ ভারত জিতলে বাকি দুই দলও নিশ্চিত হয়ে যাবে। তাতে ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ অনেকটাই কমে যাবে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ

হংকং একাদশ : নিজাকাত খান, অংশুমান রাথ (অধিনায়ক), বাবর হায়াত, ক্রিস্টোফার কার্টার, কিনচিত শাহ, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাকেঞ্জি, তানভীর আফজাল, নাদিম আহমেদ, এহসান নেওয়াজ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন