২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

  21-09-2018 06:13PM

পিএনএস ডেস্ক : এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। তুমুল উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপ পড়েছে টাইগাররা।

ম্যাচের পঞ্চম ওভারে ভুবনেশ্বর বলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। দলের রান তখন ১৫। তার আউটের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। এর পরেই ওভারেই আউট হয়ে যান আরেক ওপেনার নাজমুল হোসাইন শান্ত। এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম। সর্বশেষ খবর পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান করেছে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন মুস্তাফিজুর এবং মুশফিকুর। বাদ পড়েছেন আগের ম্যাচে দলে থাকা মুমিনুল এবং পেসার আবু হায়দার।

অন্যদিকে, ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়ার বদলে দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার রাভেন্দ্র জাদেজা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে দুই দেশের দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের কাছে হেরে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। তারপরেও ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে সবাই আশা করছেন।

সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের পর বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে। দুই দলের শরীরী ভাষায় তা স্পষ্টই ফুটে উঠে! খেলোয়াড়দের বাইরেও দুই দেশের ক্রিকেট ভক্তরা সামাজিক মিডিয়ায় যুদ্ধে লিপ্ত হন, যেটা কিনা মাঝে মাঝে বাড়াবাড়ির পর্যায়েও চলে যায়।

কাগজে-কলমে ভারত এগিয়ে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই দারুণ লড়াই করছে বাংলাদেশ। সেখানে ৩৩ ম্যাচে মাত্র পাঁচটি জয় মাশরাফিদের। যার বেশিরভাগ জয়ই নিকট অতীতের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ,মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেএল রাহুল, এমএস ধোনী, কেদার যাদব, দিপক চাহার, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন