টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

  21-10-2018 02:13PM

পিএনএস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ‍জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। রোববার (২১ অক্টোবর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

এই সিরিজে সাকিব-তামিমের মত দুই সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে এ দুই তারকাকে ছাড়াই মাঠে নামবে মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৪১টি ম্যাচ জিতেছে টাইগাররা, বাকিগুলো জিতেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় বাংলাদেশ হেরেছিল ৪৮ রানে। সেই ম্যাচ থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ১০টি ওয়ানডে ম্যাচে হারে বাংলাদেশ। ১১ ও ১২তম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৩তম ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। ২০০৪ সালে হারারেতে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৮ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ দশ ম্যাচের দশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে। আর গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই বাংলাদেশ জয় পায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন