দল নিয়ে বিলাসিতার সুযোগ নেই : মাশরাফি

  23-10-2018 02:38PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে ইমরুল-মুস্তাফিজরা বর্তমানে চট্টগ্রামে আছেন। সেখানে দ্বিতীয় ওয়ানডে নিয়ে কথা বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইঙ্গিত করলেন জিম্বাবুয়ের বিপক্ষে একই দল নিয়ে মাঠে নামার দিকে। যদিও মঙ্গলবারের অনুশীলনের পর সন্ধ্যায় কোচ, নির্বাচকরা আলোচনায় বসবেস। তবে মাশরাফি মনে করেন, দল নিয়ে বিলাসিতা করার মতো পর্যায়ে এখনো যায়নি বাংলাদেশ।

টাইগারদের প্রথম ওয়ানডের দলে জ্বরের কারণে ছিলেন না পেসার রুবেল হোসেন। এশিয়া কাপের দলে থাকা রুবেল প্রথম ওয়ানডে খেলার জন্য ফিট ছিলেন। তবে তাকে বিশ্রামে রাখে দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তিনি থাকতে পারেন বিশ্রামে। এছাড়া কথা উঠলো অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হওয়া রাব্বিকে নিয়ে। অধিনায়ক তাকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়ার পক্ষে নন। তবে দল মুস্তাফিজের ইনজুরি নিয়ে ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছে। তার খেলা নিয়ে অবশ্য খুব একটা শঙ্কা নেই।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, 'দলে কোন পরিবর্তন আসবে কিনা বলা এখনই কঠিন। আমাদের দুই-তিনজন খেলোয়াড় এখনো বাইরে আছে। তবে এটা আমাদের সিরিজ নির্ধারণী ম্যাচ। যারা দলে আছে হুট করে তাই তাদের সরিয়ে দেওয়া কঠিন। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কোচ-নির্বাচকরা আছেন। অনুশীলন শেষ হলে সন্ধ্যার পরে এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে আামি মনে করি, দল নিয়ে বিলাসিতা করার পর্যায়ে বাংলাদেশ এখনো যায়নি।'

বাংলাদেশ দলের হয়ে তিনে ব্যাট করা ফজলে রাব্বি প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন। অভিষেক ম্যাচে কোন রান না করেই সাজঘরে ফেরেন তিনি। তবে মাশরাফি মনে করেন এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করা যায় না। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, বলটি একটু লাফিয়ে ওঠায় হয়তো সে খেলতে পারেনি। মানসিক চাপ ছিল তার। আমার কাছে এটা চিন্তার কারণ বলে মনে হয় না। প্রথম ম্যাচে দলে যারা খেলছে বা খেলেছে আমার মনে হয়েছে তারা ভালোই করেছে এখন এটা ধরে রাখার পালা।'

বাংলাদেশের শেষ দুই ওয়ানডে ম্যাচে ওপেনাররা সেঞ্চুরি পেয়েছেন। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করেন লিটন দাস। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে আবার ওপেনে ফিরে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। এশিয়া কাপে সেঞ্চুরি পান মুশফিকুর রহিম। এক ম্যাচে ৯৯ রানও করেন তিনি। মাশরাফি এটাকে দলের জন্য খুব ভালো বলে মনে করছেন। তামিম দলে ফিরলে ওপেনিংয়ে সুস্থ প্রতিযোগিতা হবে বলে মনে করেন তিনি। তবে মাশরাফির চিন্তার বিষয়ও আছে।

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাশরাফি বলেন, 'টপ অর্ডারে একজন করে সেঞ্চুরি করার পরও আমাদের রাত তিনশ' হচ্ছে না। একজন সেঞ্চুরি বা বড় ইনিংস খেললে এমনিতেই তিনশ' রান হয়। কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যানের সঙ্গে কেউ দাঁড়াতে পারছে না। কিংবা যখন কারো জুটি গড়া দরকার তখন সেটা কেউ করতে পারছে না বলে দলের রান বড় হচ্ছে না। দলের মধ্যে এটা নিয়ে সমন্বয় দরকার।'

পিএনএসস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন