সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ২১৯ রানে হেরেছে ইংল্যান্ড

  24-10-2018 12:33AM

পিএনএস ডেস্ক : সফরকারী ইংল্যান্ডের সিরিজটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে শেষ ম্যাচে এসে ধাক্কাটা বড় হয়ে বুকের উপর আঁছড়ে পড়বে সেটি হয়তো ভাবেনি ইংলিশরা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ২১৯ রানে হেরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার।

মঙ্গলবার কলম্বোয় আগে ব্যাট করে ৪ হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৬৬ রানের পাহাড় দাঁড় করায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন নিরোশান ডিকওয়েলা। এছাড়া সামারাবিক্রমা (৫৪), অধিনায়ক দিনেশ চান্ডিমাল (৮০) ও কুশল মেন্ডিস (৫৬) করেন।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংলিশরা। মাত্র ৪ রানে ৩ উইকেট হারানোর পর ম্যাচটাও যেন হাতছাড়া হয়ে যায়। দলীয় ২৮ রানে চতুর্থ উইকেটের পতন হলে মঈন আলী ও বেন স্টোকস মিলে ৭৯ রানের জুটি গড়েন।

দলীয় ১০৭ রানে ব্যক্তিগত ৩৭ রান করা মঈন আউট হলে আবারও বিপাকে পড়ে ইংল্যান্ড। স্টোকস সর্বোচ্চ ৬৭ রান করেন।

২৭তম ওভারের প্রথম বলে আকিলা ধনাঞ্জয়া লিয়াম প্লাঙ্কেটকে যখন আউট করেন ইংল্যান্ডের স্কোর তখন ৯ উইকেটে ১৩২। এর পরই অঝোরে বৃষ্টি নামলে ডি/এল পদ্ধতিতে ২১৯ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা।

ধনাঞ্জয়া ১৯ রানে ৪টি ও দুষ্মন্ত চামারা ২০ রান দিয়ে ৩ টি উইকেট নেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড। ১১ বছর পর ২০০৫ সালে করাচিতে পাকিস্তানের কাছেও সমান ১৬৫ রানেই হারে ইংলিশরা। একযুগেরও বেশি সময় পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের রেকর্ডটা নতুন করে মাথায় তুলে নিলো ইংল্যান্ড।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন