৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

  14-11-2018 10:42AM

পিএনএস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। ইমরুল কায়েস ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। জার্ভিসকে উড়িয়ে মারতে যেয়ে বাউন্ডারিতে মাভুতার হাতে ধরা পড়েন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ইনিংসেই ইমরুল কায়েস ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন।

ইমরুল কায়েসের দেখানো পথেই হাঁটেন আরেক ওপেনার লিটন দাস। জার্ভিসের বলে বোল্ড হয়ে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন।

দুই ওপেনারের মতো মুমিনুল হকও ব্যর্থ হয়েছেন। ত্রিপানোর করা তৃতীয় ওভারের চতুর্থ বলকে পুল করেন মুমিনুল। কিন্তু বল ব্যাটে মৃদু ছোঁয়া লেগে পেছনে উইকেটকিপার চাকাবার হাতে ধরে পড়ে। মুমিনুল মাত্র ১ রান করেন।

এর আগে, বাংলাদেশের দেওয়া ৫২২ রানের জবাবে ৯ উইকেটে হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। অতিথিদের শেষ ব্যাটসম্যান চাতারা ইনজুরি কারণে ব্যাটিংয়ে নামতে না পারলে মাত্র ১৮ রানের জন্য ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না পাঠিয়ে বাংলাদেশ নিজেরাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১১/৩

বাংলাদেশ প্রথম ইনিংস ৫৫২/৭ (ডি.)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস ৩০৪/৯


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন