দ্বিতীয় মৌসুমেও সাকিবকে ধরে রাখলো হায়দ্রাবাদ

  16-11-2018 04:01PM

পিএনএস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত খেলেন সাকিব আল হাসান।যার কারণে তাকে দ্বিতীয় মৌসুমেও রেখে দিয়েছে হায়দ্রাবাদ।

আইপিএলের আগামী আসরের নিলাম শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।ক্রিকেট বিশ্বকাপের কারণে ১০ দিন এগিয়ে আনা হতে পারে এবারের আইপিএলের সময় সূচি। তবে আপাতত সবার দৃষ্টি থাকবে নিলামের দিকে। প্রতিবারের ন্যায় এবারও আনুষ্ঠানিক নিলামের আগেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে রিটেইন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে এবারও রেখে দিয়েছে হায়দ্রাবাদ।

ইন্ডিয়ান এই লিগটিতে নিজের প্রথম সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই টাইগার অলরাউন্ডার। গত মৌসুমে কলকাতা তাকে ছেড়ে দিলেও ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় হায়দ্রাবাদ। আর অরেঞ্জ আর্মিদের জার্সিতে প্রথম মৌসুমে দারুণ পারফর্ম করেন সাকিব।

গত আসরে রানার্সআপ হওয়া হায়দ্রাবাদের হয়ে সাকিব বল হাতে তুলে নেন ১৪ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে করেন ২৩৯ রান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন