বাংলাদেশ দলে হঠাৎ সাদমান–চমক

  19-11-2018 08:17PM

পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের আগেই শোনা যাচ্ছিল, টেস্টে নতুন মুখ হিসেবে বাংলাদেশ দলে দেখে যেতে পারে সাদমান ইসলামকে। জিম্বাবুয়ে সিরিজে তো সুযোগ পেলেনই না, সাদমান ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ১৩ জনের বাংলাদেশ দলেও। অবশেষে সাদমান তাঁর পুরস্কারটি পেলেন। বাঁহাতি ওপেনারকে যোগ করে বিসিবি আজ আবার চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে। সাদমানকে নিয়ে দল এখন ১৪ জনের।

সবশেষ জাতীয় লিগে দুর্দান্ত খেলেছেন সাদমান। ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান করে হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সেটির ধারাবাহিকতা ধরে রেখেছেন। আজ রানআউটে কাটা পড়ার আগে করেছেন ৭৩ রান। এ ইনিংস দেখে নির্বাচকেরা সাদমানকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ফেলেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেও সাদমান বেশ পরিচিত ঘরোয়া ক্রিকেটে। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। নিয়মিত খেলেছেন বাংলাদেশ ‘এ’ ও বিসিবির বিভিন্ন দলে।

অবশেষে জাতীয় দলে পা রেখে উচ্ছ্বসিত ২৩ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার, ‘স্বাভাবিকভাবেই অনেক ভালো লাগছে। আশা ছিল প্রস্তুতি ম্যাচে ভালো খেললে সুযোগ আসতেও পারে। যেহেতু চট্টগ্রাম টেস্টে দল দেওয়া হয়েছিল ১৩ জনের। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। জানতাম ভালো খেললে সুযোগ আসবে। এখন লক্ষ্য থাকবে সুযোগ পেলে সেটি কাজে লাগানোর।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু ২২ নভেম্বর বৃহস্পতিবার থেকে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন