অভিষেকেই নাঈমের বিশ্ব রেকর্ড!

  23-11-2018 04:36PM

পিএনএস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে মাঠে নেমেই নাঈম হাসান গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড। অভিষেকটা হতে পারতো চলতি বছরের জানুয়ারিতেই। বছরের শুরুতে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময় তাকে হুট করেই দেশে ফেরত আনা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা দিয়ে।

চমক জাগিয়ে স্কোয়াডে নিলেও সেবার সেরা একাদশে খেলার সুযোগ পাননি ১৭ বছর বয়সী অফ স্পিনার নাঈম হাসান। সুযোগ পেলেন দশ মাস পর। আর একাদশে জায়গা পেয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন চট্টগ্রামের এ তরুণ ক্রিকেটার।

চার স্পিনারের একাদশে বল হাতে পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল নাঈমকে। প্রথম ২৫ ওভারে বোলিং পাননি। তবে উইকেট পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ওভারেই রোস্টন চেইসকে ফিরিয়ে স্বাদ পান প্রথম উইেকেটের।

নিজের পরের ওভারেই নেন সুনিল আমব্রিসের উইকেট। পরে এক ওভারেই ফেরান দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে। জেমস ওয়ারিক্যানের উইকেট নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। ইনিংস শেষে ১৪ ওভারে ৬১ রানে তার উইকেট ৫টি।

২০১১ সালে ১৮ বছর ৬ মাস ৯ দিন বয়সে নিজের অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এতদিন ধরে এটিই ছিলো সবচেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড। বাংলাদেশের নাঈম মাত্র ১৭ বছর ১১ মাস ২০ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে গড়লেন নতুন রেকর্ড।

কামিন্স-নাঈম ছাড়াও ১৮ বছরের মধ্যে অভিষেকেই পাঁচ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে আরও তিন বোলারের। ১৯৯৬ সালে পাকিস্তানের শহিদ নাজির ১৮ বছর ১০ মাস ১৩ দিন বয়সে, ১৯৯৮ সালে একই দেশের শহিদ আফ্রিদি ১৮ বছর ৭ মাস ২১ দিন বয়সে এবং ২০১৬ সালে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ১৮ বছর ১১ মাস ২৬ দিন বয়সে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।

বাংলাদেশের হয়ে শুধু অভিষেকে নয়, সব মিলিয়েই সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড এটিই। রেকর্ডটি এতদিন ছিল এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বাঁহাতি স্পিনারের বয়স ছিল ১৮ বছর ৩২ দিন। সব মিলিয়ে অভিষেকে ৫ উইকেট নেয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম। আট জনের ৫ জনই অফ স্পিনার!

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন