মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি

  25-11-2018 11:29PM

পিএনএস ডেস্ক: মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিজয় দিবস হকি। অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথম দিন মুখোমুখি হচ্ছে নৌবাহিনী-পুলিশ এবং সেনাবাহিনী-বিমানবাহিনী।

লিগ ভিত্তিক খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। রোববার হকি ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানা বলেছেন, ‘এবারের টুর্নামেন্টে কিছু নতুনত্ব আছে। খেলা হবে চার কোয়ার্টারে। কোনো ড্র থাকবে না। নির্ধারিত সময়ের খেলা অমিমাংসিত থাকলে সরাসরি শ্যুট আউটে ফলাফল নির্ধারণ হবে। শ্যুট আউটে বিজয়ী দল পাবে ২ পয়েন্ট পরাজিত দল ১ পয়েন্ট।’

বিজয় দিবস হকির খেলা ফ্লাডলাইটেও হতে পারে। প্রথম ম্যাচ ৩টায় এবং দ্বিতীয় খেলা সাড়ে ৫টায়। ১৯৮১ সাল থেকে হয়ে আসছে দিবস হকি। তবে অনিয়মিত, ৩৭ বছরে হয়েছে মাত্র ১৩ বার। এবারের আসরই হচ্ছে এক বছর গ্যাপ দিয়ে।

এক সময়ে মোহামেডান, আবাহনী, সোনালী ব্যাংক, মুক্তবিহঙ্গ, বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ নামেও দল খেলেছে; কিন্তু এখন সার্ভিসেস দলগুলোর মধ্যে আটকে আছে বিজয় দিবস হকি। এবার টুর্নামেন্টের স্পন্সর সোস্যাল ইসলামী ব্যাংক। তারা দিচ্ছে ৩ লাখ টাকা। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিএমডি আবু নাসের চৌধুরী, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান। প্রমুখ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন