বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে থাকছেন সুনীল যোশি

  26-11-2018 10:53AM


পিএনএস ডেস্ক : দলে ঢোকার প্রবল দাবিদার হয়েও বাদ পড়েছিলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে৷ তার পর আর বিশ্বকাপ খেলা হয়নি৷ অবশেষে দু’দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে পা দেওয়ার সুযোগ ভারতীয় স্পিনারের সামনে৷ তবে ক্রিকেটার হিসাবে নয়, কোচিং স্টাফ হিসাবে৷

সুনীল যোশীকে আগামী বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশের স্পিন পরামর্শদাতা হিসাবে৷ গত বছর আগস্ট থেকে এই ভূমিকা পালণ করে আসছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি স্পিনার৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোশীর সঙ্গে চুক্তি বিশ্বকাপ পর্যন্ত নবিকরণ করেছে৷ সুতরাং নিজের চাকরির মেয়াদ আরও কিছুদিন বাড়িয়ে নেওয়া ছাড়াও বিশ্বকাপের ডাগআউটে বসার সুযোগ পেতে চলেছেন তিনি৷

উল্লেখযোগ্য বিষয় হল, বার্মিংহ্যামে টেস্ট অভিষেক হলেও ইংল্যান্ডে একটিও ওয়ানডে খেলেননি যোশী৷ তা সত্ত্বেও যোশীর নজরদারিতে বাংলাদেশী স্পিনারদের সাম্প্রতিক ধারাবাহিকতায় খুশি বিসিবি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাক্তন ভারতীয় তারকাকে৷

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ান ডে খেলেছেন যোশী৷ ৪১টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে উইকেট রয়েছে তার ঝুলিতে৷ এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে যোশীর বিপুল অভিজ্ঞতা রয়েছে৷ ১৬০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৬১৫টি উইকেট নিয়েছেন তিনি৷ ১৬৩টি লিস্ট-এ ম্যাচে দখল করেছেন ১৯২টি উইকেট৷ ক্যারিয়ারে ঘরোয়া টি-২০ খেলেছেন ১৫টি৷ উইকেট নিয়েছেন ১৩টি৷

চুক্তির মেয়াদ বাড়ার পর যোশী বলেন, এটা আমার কাছে একটা দারুণ সুযোগ৷ আমার উপর আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ৷ দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে৷ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ জয়, এশিয়া কাপের ফাইনালে ওঠা এবং খেতাবি লড়াইয়ে ভারতের কাছে অল্পের জন্য পরাজিত হওয়া সব মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, সাদা এথবা লাল, যে কোনও বলের ক্রিকেটেই বড় দলগুলোর সঙ্গে টক্কর দিতে পারে তারা৷ এই আত্মবিশ্বাসটাই বড় পাওনা৷ ক্রিকেটারদের এই আত্মবিশ্বাসটাই আমাকে আরও ভালো কিছু দেখার বিষয়ে আশাবাদী করে৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন