বিপিএলে খেলবেন স্টিভেন স্মিথ

  27-11-2018 10:33PM

পিএনএস ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পিছিয়ে নেওয়া হয়েছে নতুন বছরের জানুয়ারিতে। ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের। এবারের আসরে বড় বড় তারকার সমাবেশই ঘটছে। সবশেষ এ তালিকায় যোগ হলেন স্টিভেন স্মিথ। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন, খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে।

স্মিথের খেলা নিশ্চিত করে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সে (স্মিথ) এবার আমাদের দলে খেলবে। আমরা তাকে প্রথম চারটি ম্যাচে পাব না। আশা করি বাকিটা সময় পাওয়া যাবে।

ইতোমধ্যেই বিপিএলের দুটি ফ্রাঞ্জাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এবি ডি ভিলিয়ার্স। এ প্রোটিয়া ব্যাটসম্যানকে কেবল শুরুর দিকের কিছু ম্যাচে পাচ্ছে রংপুর। রংপুরের হয়ে এবার দেখা যাবে ইংলিশ মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকেও। ডেভিড ওয়ার্নারকে আগেই দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স।

এবার বিপিএল অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। ৫- ১৩ জানুয়ারি প্রথম পর্ব মিরপুরে, ১৫-১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব সিলেটে, ২১-২৩ জানুয়ারি তৃতীয় পর্ব মিরপুরে, ২৫-৩০ জানুয়ারি চতুর্থ পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষ দুই দিনসহ টুর্নামেন্টের বাকি সব ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন