উইন্ডিজকে ছোট করে দেখার কিছু নেই: সাকিব

  28-11-2018 01:13AM

পিএনএস ডেস্ক :চট্টগ্রাম টেস্টে স্পিনারদের দাপটে উইন্ডিজকে ৬৪ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। যার ফলে ৩০শে নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টটি সিরিজ বাঁচানোর একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানদের জন্য। অন্যদিকে, এ ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে সাকিবরা।

ক্যারিবীয়রা যেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, সেখানে বাংলাদেশের প্রস্তুতি কী? ক্রিকেটাররাই বা নিজেদের কীভাবে সাজিয়ে তুলছেন? এমন প্রশ্ন ভক্ত-সমর্থকদের। অধিনায়ক সাকিব আল হাসানসহ দলের বাকি ক্রিকেটাররা বিষয়টা সম্পর্কে বেশ সতর্ক। তারা চেষ্টা করছেন এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যাওয়ার।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রাইড শেয়ারিং অ্যাপস উবারের এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, ওদের ছোট করে দেখার কিছু নেই। আমি নিশ্চিত যে ওরা আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করবে।

নিজেদের অবস্থা কী? জানতে চাইলে সাকিব বলেন, আমাদের আরও ভালো প্রস্তুতি নিতে হবে এবং আরও ভালো পারফর্ম করতে হবে। চিটাগংয়ের চাইতেও ভালো পারফর্ম করতে হবে। ওদের কোয়ালিটি বোলার আছে যারা আমাদের বিপদে ফেলতে পারে। আমাদের আসলে ওই ধরনের প্রস্তুতি রাখতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন