মাশরাফির বছরে আয় প্রায় ২ কোটি টাকা

  04-12-2018 09:13PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বছরে আয় করেন মোট এক কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। এর মধ্যে কৃষি খাতে পাঁচ লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে সাত লাখ ২০ হাজার, চাকরি থেকে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা আয় করেন। নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ অথবা নড়াইল-২ আসনের সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী।

নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৭৮২ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১০৫ জন এবং নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৬৭৭ জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন