‘আগে খারাপ ছিলাম; এখন শুধরে নিয়েছি’

  08-12-2018 04:01PM



পিএনএস ডেস্ক: মাঠের খেলায় ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী আচরণ যেমন অনেকের কাছে পছন্দের; তেমনি বেশিরভাগ মানুষই বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না। শচীন টেন্ডুলকার তো মহাতারকা ছিলেন; তিনি তো কখনই এমন আচরণ করেননি। এসব কথা শুনে এখন নিজেকে বদলানোর প্রক্রিয়ায় আছেন কোহলি। এক সাক্ষাতকারে সরাসরিই বলেছেন আগের খারাপ আচরণগুলো শুধরে নিচ্ছেন তিনি।

নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরে এসে মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহালি। এবার অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে কোহালি বলেছেন, 'কে কী বলবে, সেই ভেবে আমি কখনও নিজেকে বদলাতে চাইনি। আমি আমার মতো থাকতে চেয়েছি। ভুল করেছি। আবার সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। যাত্রাপথে সেই ভুল শুধরে নিয়েছি।'

তিনি আরও বলেছেন, 'তবে গত দুই সফরের থেকে আমি এখন অনেক বদলে গেছি। বিশেষ করে প্রথম সফরের থেকে। ওই সফরে সত্যিই আমি খুব খারাপ ছিলাম।'

২০১১-১২ মৌসুমে তার প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গে কোহালি আরও বলেন, 'ওই সময় আমি ঠিক জানতাম না সীমাটা কোথায় অতিক্রম করা ঠিক নয়। সে বার যা হয়েছিল, তার জন্য আমি অনুতপ্ত, এটা বলছি না। কিন্তু ভুল অবশ্যই করেছিলাম। তবে ভুল করাটাও দরকার ছিল। কারণ ভুল থেকেই আমি শিখতে পেরেছি।'

অনেক সাবেক ক্রিকেটারই বলে থাকেন, কোহালিকে স্লেজ করলে, তার মধ্যে থেকে সেরা খেলাটা বেরিয়ে আসে। তবে কোহালি এখন বলেছেন, তিনি অযথা ঝামেলার মধ্যে যেতে চান না। তার বক্তব্য, 'প্রথম দিকে ব্যক্তিগত লক্ষ্যটা আমার কাছে বড় হয়ে দাঁড়াত। কিন্তু এখন আমি দলের জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি না। তাই এখন বিপক্ষের কারও সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে চাই না।'

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন