৮০০ মিনিট পর বেলের গোল

  09-12-2018 11:55PM

পিএনএস ডেস্ক: হঠাৎ করেই যেন মৌসুমের মাঝখানে হারিয়ে গেছিলেন ওয়েলস উইজার্ড গ্যারাথ বেল। টানা দশ ম্যাচ ও ৮০২ মিনিট গোলবিহীন থাকার পর অবশেষে গোলের দেখা পেলেন তিনি।

ম্যাচের ৮ মিনিটের সময়ে তার করা গোলেই লিগে অষ্টম জয়টি পেল রিয়াল মাদ্রিদ। সোলারির অধীনে কেবল একটি ম্যাচ ব্যতীত বাকি সবগুলো ম্যাচেই জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

নবাগত দুর্বল হুয়েস্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পাবে এটা অনুমেয়ই ছিল। কিন্তু এত কম ব্যবধানের জয়ই বুঝিয়ে দিচ্ছে হুয়েস্কার রক্ষণভাগ কতটা শক্তিশালী ছিল আজকের এ ম্যাচে।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। আলভারো ওদ্রিওজোলার কাছ থেকে বল পেয়ে রকেট ভলি দর্শনীয় এক গোল করেন বেল।

প্রথমার্ধে দু’দলই আর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিরতি থেকে ফিরে ৭০ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন বেল। কিন্তু হুয়েস্কা গোলরক্ষক জোভানোভিচকে একা পেয়েও ব্যর্থ হন বেল। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে আলাভেসকে টপকে লিগের চতুর্থ স্থানে উঠে আসলো সান্তিয়াগো সোলারির দল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন