চেলসিতে হিগুয়েইন

  24-01-2019 01:29PM


পিএনএস ডেস্ক : আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনকে ধারে দলে টানলো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি। জুভেন্টাসের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ৩৬ মিলিয়ন ইউরোতে কেনা ও ১৮ মিলিয়ন ইউরোতে লোনের মেয়াদ ২০২০ পর্যন্ত বাড়ানোর অপশন রেখেছে চেলসি। চেলসি কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছেন।

এক সময় নাপোলির হয়ে খেলতেন গঞ্জালো হিগুয়েইন। সে সময় ক্লাবটির প্রধান কোচ ছিলেন মাউরিজিও সারি। সারির অধীনে সিরি এ’তে এক মৌসুমে রেকর্ড সংখ্যক গোল করেছিলেন হিগুয়েইন। ২০১৫-১৬ মৌসুমে ৩৬টি গোল করেছিলেন তিনি। সারি এখন চেলসির কোচ। অর্থাৎ, এবার চেলসিতে গুরু-শিষ্যের পুনর্মিলনী হতে চলেছে।

ফর্মে নেই হিগুয়েইন। তবুও তাকে দলে চায় চেলসি কোচ। মূলত তার আগ্রহের কারণেই হিগুয়েইনতে দলে ভেড়ানো। হিগুয়েইনকে নিয়ে সারি বলেছেন, ‘হিগুয়েইন একটা গোল মেশিন। মৃত্যুর আগ পর্যন্ত সে গোল করতে থাকবে।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে টটেনহ্যাম হটস্পার্সের মোকাবেলা করবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ওই ম্যাচে ১-০ গোলে জয় পেলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে চেলসি। আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লীগ কাপের ফাইনাল।

সারি বলেন, ‘আশা করছি দলকে গোল পেতে সহায়তা করবে হিগুয়েইন। গোল দিয়েই সে আমাদের দলে সূচনা করবে। জানুয়ারিতে বিশ্বের সেরা ও গুরুত্বপূর্ণ স্ট্রাইকার জোগাড় করা বেশ কঠিন। সুতরাং ক্লাব বেশ ভালভাবেই কাজ করছে। কারণ নতুন একজন স্ট্রাইকার খুঁজে বের করা সহজ নয়।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন