চিটাগংকে বিদায় করে কোয়ালিফায়ারে ঢাকা

  04-02-2019 05:19PM

পিএনএস ডেস্ক : বাদ পড়ার শঙ্কা দূর করে শেষ মুহূর্তে সেরা চারে পা রেখেছিল ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে পেয়েছিল প্রতিপক্ষ হিসেবে। যে দলের বিপক্ষে আবার লিগ পর্বে দুইবারের দেখাতেই হারের স্মৃতি। তবে শেষ চারের প্রথম ‘নক আউট’ ম্যাচে চিটাগং জুজু জয় করল ঢাকা। চিটাগংকে ছিটকে দিয়ে সাকিব আল হাসানের দলটি জায়গা করে নিল কোয়ালিফায়ার ম্যাচে।

সোমবার এলিমিনেটর ম্যাচে চিটাগংকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। দুর্দান্ত বোলিংয়ে মুশফিকুর রহিমের দলকে কম রানেই আটকে রেখেছিল সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি দলটি। জবাবে ৩.২ ওভার বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে হেসে খেলে জয় ঢাকার।

ঢাকা এখন খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এদিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল চলে যাবে ফাইনালে। হারা দলের থাকবে আরেকটি সুযোগ। সেই হারা দলটিই বুধবার ঢাকার বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। সেখানে যে দল জিতবে তারা পাবে ফাইনালের টিকিট।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস: ১৩৫/৮ (২০ ওভার) (ডেলপোর্ট ৩৬, সাদমান ২৪, মোসাদ্দেক ৪০; নারিন ৪/১৫)

ঢাকা ডায়নামাইটস: ১৩৬/৪ (১৬.৪ ওভার) (থারাঙ্গা ৫১, নারিন ৩১, রনি ২০, নুরুল ২০*; খালেদ ৩/২০)

ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সুনিল নারিন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন