বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কোচ রিকি পন্টিং

  08-02-2019 03:37PM

পিএনএস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তিনি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন এবং দলের ওয়ানডে ব্যাটিং নিয়ে কাজ করবেন। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের দায়িত্বে থাকা গ্রায়েম হাইকও দায়িত্বে থাকবেন।

ইংল্যান্ডে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রিসবেনে অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১ জুন। অস্ট্রেলিয়া দলের সঙ্গে ওই ক্যাম্পে যোগ দেবেন পন্টিং। তার আগে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালের কোচের দায়িত্ব পালন করবেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

শুক্রবার পন্টিং তাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বলেন, 'চলতি বছরের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এর আগে দলের সঙ্গে ওয়ানডে এবং টি-২০ পরামর্শক হিসেবে কাজ করে খুব উপভোগ করেছি। কিন্তু বিশ্বকাপে দায়িত্বে থাকা মানে আমার কাছে অনেক বড় কিছু।'

পন্টিং এর আগেও অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ এবং ২০১৭ সালে দলটির টি-২০ দলের ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। কোচ হিসেবে ল্যাঙ্গারের প্রথম ইংল্যান্ড সফরের সময় তিনি দলের সঙ্গে ছিলেন। বিশ্বকাপ দলের সঙ্গে পন্টিংয়ের কাজ নিয়ে দেশটির ক্রিকেট প্রশাসক বেলেন্ডা ক্লার্ক বলেন, 'দলের মূল কিছু বিষয় ছাড়াও ল্যাঙ্গারের সঙ্গে পন্টিং দলের কৌশল এবং গেম প্লাট নিয়ে কাজ করবেন।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন