বোলিংয়ের রাজত্ব পুরোটাই দেশিদের

  08-02-2019 11:17PM



পিএনএস ডেস্ক: ব্যাট হাতে রিলে রুশো ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড, তাহলে বল হাতে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড অক্ষত থাকবে কেন? তা থাকতেও দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরে ২৩ উইকেট নিয়ে নিজের রেকর্ডই ভেঙে নতুন করে লিখেছেন।

২০১৫ সালের আসরে বরিশাল বুলসের হয়ে কেভন কুপার এবং ২০১৭ সালের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে সমান ২২টি উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। বিপিএলের এক আসরে এটিই ছিলো সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এবারের আসরে রেকর্ডটা করার সুযোগ ছিলো সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার তাসকিন আহমেদের সামনে। লিগপর্বের শেষ দুই ম্যাচে মাত্র ২টি উইকেট পেলেই এককভাবে বসে যেতেন বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডের শীর্ষে। ইনজুরির কারণে ১টি উইকেট নিয়ে সে রেকর্ডে কুপার-সাকিবের সঙ্গে বসেন তাসকিন।

তবে তাসকিনের সম্ভাবনা শেষ হলেও টিকে ছিলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের সুযোগ। লিগপর্বে ২১ উইকেট নেয়া সাকিবের রেকর্ডটি গড়তে খেলতে হলো ফাইনাল ম্যাচ পর্যন্ত। এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে উইকেটশূন্য থাকায় বাড়ে সাকিবের অপেক্ষা। কোয়ালিফায়ার-২ এর ম্যাচেও নিতে পারেন ১টি উইকেট।

ফলে ফাইনালের আগে তারও এককভাবে এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়া হয়নি। এদিকে কোয়ালিফায়ার থেকে বাদ পড়ার আগে যৌথভাবে এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডে বসেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৪ ম্যাচ থেকে তিনিও নেন ২২টি উইকেট।

মাশরাফি-তাসকিন বাদ পড়ে যান ফাইনালের আগেই। টিকে ছিলেন ঢাকা ডায়নামাইটসের দুই বোলার সাকিব আল হাসান (২২ উইকেট) এবং রুবেল হোসেন (২১)। তামিম ইকবালের টর্ণেডো ব্যাটিংয়ের সামনে ফাইনাল ম্যাচে ম্লান ছিলেন রুবেল-সাকিব দুজনই। কিন্তু নিজের তৃতীয় ওভারে ১ উইকেট ঠিকই নিয়ে নেন সাকিব।

যদিও আম্পায়ারের ভুলে লেগ বিফোরের শিকার হন এনামুল হক বিজয়। তবুও বিজয়ই পরিণত হন সাকিবের রেকর্ডগড়া উইকেটে। ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের তালিকায় শীর্ষে বসেন সাকিব। মাশরাফি-তাসকিনের সমান ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন রুবেল।

এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ চারজনই নিয়েছেন বিশের বেশি উইকেট। পাঁচ নম্বরে থাকা মোহাম্মদ সাঈফউদ্দীনই বা বাদ যাবেন কেন? ফাইনালের আগে ১৮ উইকেট থাকা সাঈফউদ্দীন নিজ দলের হয়ে শিরোপা জেতা ম্যাচে নিয়েছেন আরও ২টি উইকেট। তিনি থেমেছেন ১৩ ম্যাচ থেকে ঠিক ২০টি উইকেট নিয়ে।

বিপিএলের ষষ্ঠ আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা
১/ সাকিব আল হাসান - ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট
২/ রুবেল হোসেন - ১৫ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট
৩/ তাসকিন আহমেদ - ১২ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট
৪/ মাশরাফি বিন মর্তুজা - ১৪ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট
৫/ মোহাম্মদ সাঈফউদ্দীন - ১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন