টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান

  09-02-2019 01:54AM

পিএনএস ডেস্ক: এই না হলে অধিনায়ক! একজন অধিনায়ককে তো সামনে থেকেই নেতৃত্ব দিতে হয়। সাকিব আল হাসান সেটা করলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।

যদিও দলকে শেষ পর্যন্ত শিরোপাটা জেতাতে পারেননি। তবে ব্যাটে-বলে পুরো টুর্নামেন্ট জুড়েই দলকে ভরসা দেয়া বিশ্বসেরা অলরাউন্ডার জিতেছেন এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সাকিব আল হাসান দলে থাকা মানেই একসঙ্গে দুজনের কাজ সেরে দেয়া। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়েও দুজনের কাজ একাই করেছেন সাকিব। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের জায়গাটাও পূরণ করেছেন, বল হাতে দিয়েছেন ভরসা।

বিপিএলের এবারের আসরেই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লিখিয়েছেন সাকিব। ২২ উইকটে নিয়ে আগের রেকর্ডও ছিল তার দখলে। এবার ২৩ উইকেট নিয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন ঢাকার অধিনায়ক।

ব্যাট হাতেও কম যাননি। ১৫ ম্যাচে ২১.৫০ গড়ে করেছেন ৩০১ রান। ছিল দুটি হাফসেঞ্চুরি। ফলে দল হারলেও ব্যাটে বলের অনন্য নৈপুন্যে সাকিবের হাতেই উঠেছে টুর্নামেন্টসেরার পুরস্কার।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন