ম্যারাডোনা-মেসির দেশেই শততম বিশ্বকাপ!

  16-02-2019 04:05PM

পিএনএস ডেস্ক : শতবর্ষ থেকে কয়েক পা দূরে ফুটবল বিশ্বকাপ৷ ২০৩০ সালে শতবর্ষে পা রাখবে ফুটবলের বিগেস্ট শো অন আর্থ৷ সেই ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে ফুটবল বিশ্বকাপের পথ চলা শুরু৷ এরপর কেটে গেছে ৮৯ বছর৷ এবার শততম বর্ষে বিশ্বকাপের আসর বসতে পারে আর্জেন্টিনায়৷ শুধু আর্জেন্টিনাই নয়, যুগ্মভাবে টুর্নামেন্ট আয়োজিত হতে পারে চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়েতে৷ ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে নিলামে অংশ নেবে এই চার দেশ৷

এর আগে ২০৩০ বিশ্বকাপে আয়োজনের জন্য নিলামে যৌথভাবে অংশ নেওয়ার কথা আগেই জানিয়েছিল আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে৷ এবার এই তিন দেশের সঙ্গে নাম লেখা হলো চিলির৷ বৃহস্পতিবার(১৪জানুয়ারি) চিলির প্রেসিডেন্ট সাবাসতিয়ান পেনেরা বাকি তিন দেশের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য নিলামে অংশ নেওয়ার কথা জানিয়েছেন৷

টুইটে চিলির প্রশাসনিক প্রধান লিখেছেন সম্প্রতি তারা তিন প্রধানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের শততম সংস্করণে বিড করার সিদ্ধান্ত নেন৷ বাকিদের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়ে চার দেশ একসঙ্গে বিডিংয়ে অংশ নিতে চলেছে৷ এরপরই জল্পনা যৌথভাবে চার দেশে বিশ্বকাপ আয়োজন করলে তবে কী ম্যারাডোনা-মেসির দেশে বসতে চলেছে বিশ্বকাপ ফাইনালের আসর!

অন্যদিকে স্পেনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের নিলামে যৌথভাবে অংশ নেওয়ার কথা রয়েছে পর্তুগাল ও মরোক্কোর৷ নিলামের প্রতিযোগিতায় প্রবল ভাবে লড়াই করতে পারে এই জোট৷ সেই সঙ্গে শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন ও আয়ারল্যান্ড৷ যৌথভাবে বিড করতে আগ্রহী গ্রিস-বুলগেরিয়া-রোমানিয়া-সার্বিয়া৷ শেষ পর্যন্ত শততম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তা অবশ্য সময়ই বলে দিবে৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন