ওয়ানডে ক্রিকেটকে বিদায় গেইলের!

  18-02-2019 12:22PM

পিএনএস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের পরপরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

রোববার (১৭ ফেব্রুয়ারি) উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউসিবি) পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়। ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন এই ব্যাটিং দানব।

১৯৯৯ সালে অভিশেষের পর থেকে দেশের জার্সিতে এখন পর্যন্ত ২৮৪টি ওয়ানডে খেলেছেন ৩৯ বছর বয়সী গেইল। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস।

সমান সংখ্যক ম্যাচে বল হাতেও ১৬৫ উইকেটের মালিক গেইল। আছে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও। ৪টি করে উইকেট নেন তিন ম্যাচে।

সবশেষ টেস্ট খেলেন ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডেতেও খুব একটা নিয়মিত ছিলেন না। শেষ পর্যন্ত এই ফরম্যাটকে চিরতরে বিদায় জানাতেই মনোস্থির করে ফেললেন তিনি।

ওয়ানডে থেকে অবসর সম্পর্কে গেইল বলেন, ‘আমি তার কেতে লাইনটা পার হয়ে যেতে চাই। চাই তরুনরাও কিছুটা উপভোগের সুযোগ পাক। আমি পার্টিতে নিজের জায়গা স্থায়ী করতে চাই। তরুনরাই আমাকে সব সময় উৎসাহিত করে। তারা আমাকে সফল করার জন্য সব করে। আমাকে একটা শিরোপা উপহার দেওয়ার জন্যও তারা অনেক কিছু করবে আমার বিশ্বাস। এই বছরটি আমার জন্য অনেক বড় কিছু করার। আশা করি দারুণ কিছু দিয়েই বছরটি শেষ করতে পারবো। আমি পৃথিবীর প্রতিটা টুর্নামেন্টে আমাকে দেখতে চাই। দেখা যাক কী হয়।’

প্রসঙ্গত, আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ। এরপর আর এই ফরম্যাটে দেখা যাবে না গেইলকে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন