পিএসএল বয়কট করলো ক্রিকবাজ

  18-02-2019 01:14PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দে সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় ক্ষীপ্ত হয়েছে ভারতীয়রা। যার প্রভাব পড়েছে ক্রিকেটে। তাই তোপের মুখে ভারতের পিএসএলের সম্প্রচার বন্ধ করেছে ডি স্পোর্টস এবং ক্রিকবাজ। সেই সাথে পিএসেলের বিদেশী খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধের দাবী জানিয়েছে ভারতীয় সমর্থকেরা।

ভারতের পুলওয়ামাতে ভারতীয় সৈন্যদের উপর হামলায় ৪০ জন সৈন্য নিহত হয়। ভারতীয় ভক্তদের দাবি এই হামলার পিছে হাত আছে পাকিস্তানের। তাই পাকিস্তান ও পাকিস্তানের সাথে সম্পর্কিত সবকিছুকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয় ভক্তরা। বয়কটের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লীগের উপর।

তাই ভক্তদের তোপের মুখে ডি স্পোর্টস ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সম্প্রচার ছাড়াও ভারতের প্রসিদ্ধ বাজির এপ ড্রিম ১১ ও তাদের এপে পিএসএলের সকল ম্যাচ নিষিদ্ধ করে দিয়েছে। চাপ এসে পড়েছে ক্রিকবাজের উপরও। তাদের প্রতি ভারতীয় ভক্তদের আবেদন তাদের এপে পিএসএলের সকল ম্যাচের ধারাভাষ্য বন্ধ করা। তাদের কথা না শুনলে এপ আনইন্সটলের ঘোষণাও দিয়েছে ভক্তরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন